MBBS Medical Admission Test Result

মেডিকেল এডমিশন টেস্ট রেসাল্ট 2023-24 আজ 4 April প্রকাশিত হচ্ছে। MBBS Medical Admission Test Result 2023. সবাই যাতে প্রত্যাশিত মেডিকেল কলেজে চান্স পান এই দোয়া রইল।
অনেক সময় অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভার বিজি থাকার কারণে রেসাল্ট দেখতে অসুবিধা হয়। তাই আমরা নিচে কয়েকটি পদ্ধতি দিলাম রেসাল্ট দেখার জন্য। এখানে একটি পদ্ধতি কাজ না করলে অন্য পদ্ধতি অনুসরণ করুন। তাহলে রেসাল্ট দেখতে কোন অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
1. অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি রেসাল্ট দেখতে নিচে ক্লিক করুন।
RESULT.DGHS.GOV.BD

2. উপরের সার্ভার কাজ না করলে নিচের প্রক্সি সার্ভারের মাধ্যমে রেসাল্ট দেখুন।
Click Our Proxy Server

3. নিচে সরাসরি আপনার রোল টাইপ করে রেসাল্ট দেখতে পারবেন।

MBBS Medical Admission Test Result 2023

প্রক্সি সার্ভার এর মাধ্যমেঃ

নিচে যদি রেসাল্ট এর অপশন দেখতে না পান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
http://result.dghs.gov.bd/mbbs/
>উপরের লিংকটি কপি করে নিচে পেস্ট করে GO বাটনে ক্লিক করুন।
>এরপর আপনার রোল টাইপ করে রেসাল্ট দেখুন।

DGHS Result Challenge By SMS

আপনি যদি আপনার রেসাল্ট নিয়ে সন্তুষ্ট না হন বা চান্স না পান তাহলে নিমোক্ত পদ্ধতিতে আপনি খাতা চ্যলেঞ্জ করতে পারবেন। উত্তরপত্র মূল্যায়ন এর জন্য স্বাস্থ্য অধিদপ্ত্র থেকে নির্দিষ্ট সময় জানানো হবে।
আপনার টেলিটক নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন …

DGHS <SPACE> RSC <SPACE> ROLL NO
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ স্বরূপ : DGHS RSC 115489

মেসেজটি পাঠানোর পরে আপনাকে একটি পিন নম্বর সহ কনফার্মেশন মেসেজ দেয়া হবে।
এরপর আবারো মেসেজ পাঠাতে হবে নিমোক্ত ফরমেটে। নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখা হবে। কত টাকা কাটবে তা মেসেজ এ জানিয়ে দেয়া হবে।

DGHS <SPACE> RSC <SPACE> YES <SPACE> PIN
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ স্বরূপ : DGHS RSC YES 4587

শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top